নাবিকা সাগর পরিক্রমা II এর তৃতীয় পর্ব সম্পন্ন করল INS তারিণী

নাবিকা সাগর পরিক্রমা II হল এমন একটি এক্সপিডিশন যা ভারতীয় নৌবাহিনীর মহিলা অফিসারদের সাহস, দক্ষতা ও প্রতিরোধশীলতা প্রদর্শন করে।

author-image
Debjit Biswas
New Update
INS TARINI

নিজস্ব সংবাদদাতা : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতীয় সময় অনুযায়ী সকাল ৫:১৫-এ পোর্ট স্ট্যানলি প্রবেশ করেছে INS তারিণী। আর এরসাথে সাথেই INS তারিণী নাবিকা সাগর পরিক্রমা II-এর তৃতীয় ও সবচেয়ে চ্যালেঞ্জিং পর্ব সম্পন্ন করার সাফল্য অর্জন করেছে, যা সমগ্র বিশ্বকে প্রদক্ষিণ করার অভিযানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উল্লেখ্য নাবিকা সাগর পরিক্রমা II হল এমন একটি এক্সপিডিশন যা ভারতীয় নৌবাহিনীর মহিলা অফিসারদের সাহস, দক্ষতা ও প্রতিরোধশীলতা প্রদর্শন করে।