নিজস্ব সংবাদদাতা: করোনা পরবর্তী পরিস্থিতিতে (COVID-19) একাধিক কোম্পানি কাজ করার জন্য হাইব্রিড পদ্ধতি (Hybrid System) অনুসরণ করছে। এবার সেই দলে নাম লেখালো ইনফোসিস (Infosys)। সম্প্রতি কোম্পানির তরফে সকল কর্মচারীর কাছে একটি মেইল পাঠানো হয়েছে যেখানে লেখা রয়েছে যে কর্মচারীদের এবার থেকে সপ্তাহে মাত্র ৩ দিন অফিস আসতে হবে। যে সকল কর্মচারীরা ছুটিতে নেই তারা ২ মে থেকে এই নিয়ম মেনে চলবে।