নিজস্ব সংবাদদাতা: শো "ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট" সম্পর্কিত মামলায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজা আজ খার থানায় পুলিশের সামনে হাজির হয়েছেন। ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মাখিজা, কৌতুক অভিনেতা সময় রায়না এবং শো "ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট" এর আয়োজকদের বিরুদ্ধে শোতে অশালীন এবং অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।