ইন্দোরে বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার! সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য

ইন্দোরে বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার।

author-image
Tamalika Chakraborty
New Update
সজ জদত

নিজস্ব সংবাদদাতা:  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ। আসামিদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে  লাসুদিয়া  থানার এসএইচও তারেশ কুমার সোনি বলেছেন, "গতকাল আমরা থার গাড়িতে কিছু লোকের চলাচলের তথ্য পেয়েছি। যখন আমরা সেখানে পৌঁছে তল্লাশি চালাই, তখন আমরা পিস্তল এবং ছটি ম্যাগাজিন উদ্ধার করি। তিনজন তল্লাশি করা হয়েছে। তারা সবাই হিস্ট্রি-শিটার এবং তারা বিহারে ওয়ান্টেড। আমরা বিহার পুলিশের সাথেও যোগাযোগ করেছি তিন আসামিকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছি।  আরও তদন্ত চলছে।"