জি-২০ সম্মেলন : বিমান বাতিল! আকাশপথে ব্যাপক রদবদল

জি-২০ সম্মেলনের সময় দিল্লির আকাশে উড়বে না বিমান! বড় ঘোষণা ইন্ডিগোর। যাত্রীদের জানানো হয়েছে। সেই সঙ্গে এককালীন ছাড়ও দিচ্ছে বিমান সংস্থাটি। যাত্রীদের কাথ ভেবেই এই সিদ্ধান্ত।

author-image
Pallabi Sanyal
New Update
111

নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনের আবহে বড় ঘোষণা ইন্ডিগোর।  দিল্লি বিমানবন্দরে ফ্লাইট বাতিল! ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, উড়ান বাতিলের বিষয়ে যাত্রীদের অবহিত করা হয়েছে। আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে, ৮-১১ সেপ্টেম্বর দিল্লিতে আগত যা দিল্লির বিমান যাত্রীদের জন্য এককালীন ছাড় দিচ্ছে বিমান সংস্থাটি। এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, উক্ত তিন দিন যাত্রীদের কাছে রিফান্ড সহ যাত্রার দিন বদলের বিকল্পের পথ খুলে দিয়েছে ইন্ডিগো।যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়ে এবং আগাম পরিবর্তনের সময়সূচী সম্পর্কে অবহিত করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এয়ারলাইন্সগুলি তাদের ভ্রমণের তারিখগুলি পুনঃনির্ধারণ করার প্রস্তাব দিচ্ছে গ্রাকদের। এমনকি  চার্জ মকুবের প্রস্তাব দিচ্ছে৷