পহেলগাঁও হামলা: ইন্ডিগো যাত্রীদের জন্য করল বিশেষ ব্যবস্থা!

জেনে নিন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
IndiGo_1.jpg

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিগো ঘোষণা করেছে যে শ্রীনগরের বর্তমান পরিস্থিতির আলোকে, তারা যাত্রীদের ভ্রমণের যাতে কোনো সমস্যা না হয় সেই খেয়াল রাখবে। বিমান পুনঃনির্ধারণ/বাতিলকরণের উপর ছাড় বাড়িয়েছে। এই নির্দেশিকাগুলি ২২ এপ্রিল বা তার আগে করা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তারা ২৩ এপ্রিলের জন্য দুটি বিশেষ বিমানও পরিচালনা করছে।

গতকাল পহেলগাঁওয়ে ভয়ানক জঙ্গি হামলার পর অনেক পর্যটক এলাকা ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন ও বাড়ি ফিরতে চাইছেন অনেকেই।

My Husband Was Shot In Head": Woman On Pahalgam Terror Attack