নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়াকে পথ দেখাচ্ছে খাদি শিল্প। বিশ্বের বাজারেও খাদির চাহিদা বহু গুণ বেড়েছে বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মদিন উপলক্ষ্যে ভুবনেশ্বরে একটি হ্যান্ডলুম শপ থেকে খাদির পোশাক কিনলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন অনুরাগ ঠাকুর। একটি ভিডিও ট্য়ুইট করে অনুরাগ তার পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল কর্ম্ভিযানের মাধ্যমে হস্তশিল্পে শ্রীবৃদ্ধির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।হস্তশিল্পের প্রচার, স্থানীয় কর্মীদের আয় বৃদ্ধি এবং ভারতীয় পণ্যগুলিকে আমাদের গর্বের প্রতীক হিসাবে গড়ে তুলতে ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে খাদি দোকানে যান ও সেখান থেকে খাদির কাপড় কেনেন যা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন। পোস্টের শেষে অনুরাগের আবেদন, '' খাদি দোকান থেকে খাদি কাপড় কিনুন, স্বদেশী এবং স্বনির্ভরতার প্রতীক খাদি পণ্য গ্রহণ করুন এবং ভারতকে স্বনির্ভর করতে আপনার অংশগ্রহণ বাড়ান।''