নিজস্ব সংবাদদাতা : হরপা বানে বিধ্বস্ত সিকিম। লন্ডভন্ড চুংথাং। পর্যটন কেন্দ্রগুলির ভয়াবহ অবস্থা। ভেসে গিয়েছে সব কিছু। ব্যাপক ক্ষতি হয়েছে মঙ্গন জেলার চুংথাং এলাকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের।মঙ্গলবার রাতে, মেঘ ভাঙা বৃষ্টির জেরে আসা সেই হড়পা বানে, মাত্র ১০ মিনিটের মধ্যে ভেসে গিয়েছে সেখানের ড্যাম। ড্যামের সঙ্গেই ভেসে গিয়েছে পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সেতুও। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। এদিকে ঘুম উড়েছে সেনার। তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? বদলের অপেক্ষায় স্থানীয় বাসিন্দা থেকে, পর্যটক, সেনা সকলেই। শনিবার তৃতীয় ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন সৈন্যরা উদ্ধার অভিযানের জন্য পথে নেমেছে। এখনও পর্যটকদের আটকে থাকার সম্ভাবনা রয়েই যাচ্ছে। তিস্তার জলে ভেসে আসছে দেহ। সেনা ছাউনির সামরিক সরঞ্জামও সব ভেসে গিয়েছে। যার জেরে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বানভাসী চুংথাংয়ের রূপও এক নিমেষে বদলে গিয়েছে। এখন অপেক্ষা প্রকৃতির আগের রূপে ফিরে যাওয়ার।