ভাড়া অবশেষে কমালো রেল দফতর

ট্রেনে চাপলেই দিতে হতো ৩০ টাকা। তবে এবার রেলের তরফে বড় ঘোষণা করা হল। ৩০টাকার ন্যুনতম টিকিট এবার মিলবে ১০টাকাতে। তবে এটা শুধু মাত্র আজিমগঞ্জ কাটোয়া রুটের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য। আজিমগঞ্জ কাটোয়া রুটে লোকাল ট্রেনের কোভিড মহামারি পরিস্থিতির পর যে ভাড়া বৃদ্ধি ছিল, সেই ভাড়া অবশেষে কমালো রেল দফতর।

যাত্রীদের নূন্যতম ভাড়া হবে ১০ টাকা

২০২০ সালে কোভিড মহামারি পরিস্থিতিতে লোকাল ট্রেনকে স্পেশাল ট্রেন হিসেবে চালানো হতো। যার ভাড়া ছিল সর্ব নিম্ন ৩০ টাকা। অন্য ডিভিশনের ক্ষেত্রে ছিল ১০ টাকা ভাড়া থাকলেও কিন্তু আজিমগঞ্জ জংশন ডিভিশনের লোকাল ট্রেনের ভাড়া ছিল সর্বনিম্ন ৩০ টাকা। তবে রেলের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এবার যাত্রীদের নূন্যতম ভাড়া হবে ১০ টাকা।