ভারতীয় রেলের যুগান্তকারী পদক্ষেপ 'অপারেশন আমানত'

ভারতীয় রেলের (Indian Railway) 'অপারেশন আমানত'-এর অধীনে রেলযাত্রীদের ভ্রমণ আরও সহজ হয়ে গিয়েছে। অপারেশন আমানত উদ্যোগের আওতায় যাত্রীদের হারানো লাগেজ ফিরে পেতে রেলওয়ে সুরক্ষা বাহিনী একটি অভিনব উদ্যোগ নিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
operation amanat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় রেলের (Indian Railway) 'অপারেশন আমানত'-এর অধীনে রেলযাত্রীদের ভ্রমণ আরও সহজ হয়ে গিয়েছে। বর্তমান সময়ে আরপিএফ (RPF) রেলযাত্রীদের জন্য তাদের হারানো জিনিসপত্র ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালে এখনও পর্যন্ত ১৮ কোটি টাকা মূল্যের হারিয়ে যাওয়া লাগেজ গুলি পুনরুদ্ধার করেছে আরপিএফ।