নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেল এই বছর ভিলাই স্টিল প্ল্যান্ট থেকে ১৩ লক্ষ ২০ হাজার টনেরও বেশি রেল ট্র্যাক অর্ডার করেছে। ২০২২-২৩ সালে ভিলাই ইস্পাত কারখানায় ১২,৫৩,২২৭ টন রেল ট্র্যাক সরবরাহ করা হয়েছে। ভারতীয় রেল গত বছরের তুলনায় এ বছর ১ লক্ষ টন বেশি রেলট্র্যাক অর্ডার করেছে। বিএসপি ম্যানেজমেন্টের মতে, ভারতীয় রেল ২০২৩-২৪ সালের মধ্যে ৭,০০০ কিলোমিটার দূরত্বের জন্য নতুন রেলপথ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। নতুন রেললাইন নির্মাণে চলতি অর্থ বছরে ২৬ হাজার কোটি টাকা ব্যয় করছে রেল বোর্ড। একই সঙ্গে গেজ পরিবর্তন করতে খরচ হতে পারে ৩.৮ কোটি টাকা। বিএসপির ইউনিভার্সাল রেল মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১.২ মিলিয়ন টন। এর আগে বিএসপি (আরএসএম) ৭ থেকে ৮ লাখ টন উৎপাদন করত।