রাজধানী, দুরন্ত-র প্যাসেঞ্জার? এই খবর আগে জানুন

দিল্লিতে ২৬টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
north india fog.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রতিদিনের কুয়াশা এখন দিল্লির রোজনামচার জীবন। প্রায় রোজই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজধানী। তার সাথেই রয়েছে কনকনে শীত। কুয়াশার আস্তরণ এতোটাই পুরু থাকছে, যে এক হাত দূরত্বের দৃশ্য দেখাও দুষ্কর হয়ে উঠছে। ফলে এই মুহুর্তে প্রতিদিনই ধীর গতিতে চলছে রেল পরিষেবা।

আজও কুয়াশার কারণে দিল্লিতে ২৬টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। সেই তালিকায় রয়েছে, রাজধানী, দুরন্ত-র মত ট্রেনগুলিও রয়েছে। বেশ কয়েকটি ট্রেন ৬ ঘন্টারও বেশি দেরিতে চলছে। তাই যাত্রা করার আগে ট্রেনের সময় জেনে নিন।

 

hiren