এ কথা জানিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

লোকাল থেকে এক্সপ্রেস- দেশ জুড়ে ট্রেনযাত্রীর সংখ্যা নেহাত কম নয়। ট্রেন রুটের সঙ্গে সঙ্গে বদলায় টিকিটের দামও। দূরপাল্লায় এক এক ধরনের কামরার ক্ষেত্রে একেক রকম দাম। কিন্তু টিকিট যেমনই হোক না কেন, আপনি-আমি প্রত্যেকেই পাই ৫৫ শতাংশের ছাড়। সম্প্রতি এ কথা জানিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

টিকিটের দাম ১০০ টাকা হলে রেল নেয় ৪৫ টাকা

রেল মন্ত্রী বলেন, “রেল তো আগে থেকেই প্রত্যেক যাত্রীকে টিকিটে ৫৫ শতাংশ ছাড় দেয়। যদি কোনও গন্তব্যে যেতে টিকিটের দাম হয় ১০০ টাকা, তাহলে রেল নেয় ৪৫ টাকা অর্থাৎ ৬৬ টাকা ছাড় পাওয়া যায়।” এর থেকে বেশি কোনও ব্যাখ্যা দেননি তিনি। সম্প্রতি একটি আরটিআই-এর প্রেক্ষিতে রেল জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে ১৫ কোটি বয়স্ক যাত্রীর থেকে ২,২৪২ কোটি টাকা উপার্জন করেছে রেল।