নিজস্ব সংবাদদাতা: আবারও এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে বিমানে অশালীন আচরণের অভিযোগ উঠল। এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে ব্যাঙ্ককগামী উড়ান AI-2336-এ এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ৯ এপ্রিল, বুধবার।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রীর অভব্য আচরণের খবর পেতেই বিমানকর্মীরা তৎপর হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ওই যাত্রীকে সতর্ক করা হয় এবং ভুক্তভোগী যাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁকে সমস্ত ধরনের সহযোগিতা করা হয়। ব্যাঙ্ককে অবতরণ করার পর তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত যাত্রী এক বহুজাতিক সংস্থার কর্মী।
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করতে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ডিজিসিএ-র নিয়ম মেনেই ঘটনাটির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/bRn42W1xl4UxmPzQo0rA.jpg)
উল্লেখ্য, বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালের ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এক উড়ানে এমনই এক ঘটনা সামনে আসে। সেবার অভিযুক্ত ছিলেন মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্র, যিনি নেশাগ্রস্ত অবস্থায় এক প্রবীণ মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন।
শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিমানে নানা ধরণের অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি এক বাঙালি যাত্রী অভিযোগ করেন, একটি বেসরকারি উড়ান সংস্থার এক বিমানসেবিকা তাঁর ৫ বছরের মেয়ের গলার সোনার চেন চুরি করেছেন।
অন্যদিকে, চিনের একটি বিমানে পারফিউমের তীব্র গন্ধ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন দুই মহিলা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এক বিমানসেবিকার হাত কামড়ে দেন এক যাত্রী! পরে তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
এই ধরনের একের পর এক ঘটনা উড়ান নিরাপত্তা ও যাত্রী শৃঙ্খলার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করছে।