নিজস্ব সংবাদদাতা: ট্রেনিংয়ের প্রথম ধাপ শেষ করল মিশন গগনযানের ক্রু রিকভারি টিম। কোচিতে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর ওয়াটার সার্ভাইভাল ট্রেনিং ফেসিলিটিতে তাঁদের প্রশিক্ষণ হয়। সেখানে প্রশিক্ষণের প্রথম ধাপ শেষ করল মিশন গগনযানের ক্রু রিকভারি টিমের সদস্যরা।
সমুদ্রের বিভিন্ন পরিস্থিতি, কিংবা বিপর্যয়ের সময় কিভাবে পুনরুদ্ধার করা হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভারতীয় নৌ ডুবুরি এবং সামুদ্রিক কমান্ডোদের একটি দলকে। জানা গিয়েছে, WSTF-এর (Water Survival Training Facility ) প্রশিক্ষিত দল আগামী কয়েক মাস ইসরোর হয়ে কাজ করবে। ইসরো থেকে যে পরীক্ষামূলক লঞ্চগুলি করা হবে, সেগুলি পুনরুদ্ধারে সাহায্য করবে এই দল।