নিজস্ব সংবাদদাতা: ভারতে বসবাসকারী মুসলিমরা অনেক ভাল আছে, ভারত সফরে এসে জানালেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মহম্মদ বিন আবদুল করিম আল-ইসা। তিনি জানান, যে সকল মুসলিমরা ভারতে বসবাস করেন, তাঁরা তাঁদের সংবিধান নিয়ে গর্বিত এবং ভারতের সহ নাগরিকদের সঙ্গে তাঁদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি আরও জানান যে, যে বিষয়গুলি নিয়ে মতভেদ রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই সংবিধানের অধীনে আলোচনা করা দরকার বলে মনে করেন তিনি। তবে অন্যান্য ধর্মের নাগরিক সঙ্গে ভারতের মুসলিম সংগঠন যে ভালবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন ভাগ করে নেয়, তা জেনে খুশি মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব।