পাকিস্তানি গোয়েন্দাদের সাথে চলতো তথ্য আদান-প্রদান ! উত্তর প্রদেশে গ্রেপ্তার এক

গোয়েন্দারা বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছেন।

author-image
Debjit Biswas
New Update
ISI

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানি গোয়েন্দাদের সাথে চলতো তথ্য আদান-প্রদান, এই অভিযোগেই আজ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ অ্যান্টি-টেরর স্কোয়াড (UP ATS)। আজ উত্তরপ্রদেশ অ্যান্টি-টেরর স্কোয়াড (UP ATS) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ''রবীন্দ্র কুমার নামে এক ব্যক্তি পাকিস্তানের ISI হ্যান্ডলারের সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ  তথ্য শেয়ার করছিলেন। তার বিরুদ্ধে উপযুক্ত প্রমান থাকায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।''

UP ATS

বর্তমানে তাকে এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।