নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। যেখানে মানুষ শিউরে উঠছে। পহেলগাঁওয়ে জঙ্গিরা হিন্দু বেছে বেছে হত্যা করে। প্রত্যেককে 'মোদীর লোক' বলে উল্লেখ করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। এছাড়াও চার জঙ্গির একটি ছবি প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলা চালানো আদিল ও আসিফ পাকিস্তানের নাগরিক। আদিল গুরু এই হামলার মূল মাস্টারমাইন্ড। আদিল গুরু ২০১৮ সালে ভারতে অনুপ্রবেশ করেছিল। জানা গিয়েছে, পহেলগাঁও হামলার আগে জঙ্গিরা ৮ কিমি ট্রেকিং করে ভারতে অনুপ্রবেশ করেছিল। কাশ্মীরের একাধিক পর্যটন এলাকা রেকি করে জঙ্গিরা। তারপরেই ভূপ্রাকৃতিক অবস্থা থেকে তারা পহেলগাওয়ে বৈসারন উপত্যকা বেছে নেয়। জঙ্গিরা হামলার সময় হেলমেট পরেছিল বলে খবর। হেলেমেটের ওপর ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরায় হামলায় ভিডিও করে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গিরা পাকিস্তানে পালিয়ে গিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/TRvW5NmcvjSQAdKcKOkH.JPG)