নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় অর্থনীতির (Indian Economy) জন্য সুখবর। ২০২২ সালে ভারতের জিডিপি (GDP) ৩.৫ ট্রিলিয়ন ডলারের ওপরে ছিল। মনে করা হচ্ছে আগামী পাঁচ বছরে ভারতীয় অর্থনীতি জি-২০ (G-20) দেশগুলির মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান হতে চলেছে। মার্কিন রেটিং এজেন্সি মুডিজ (Moody's) তাদের রিপোর্টে এই সম্ভাবনার কথা জানিয়েছে। মুডিজ তাদের রিপোর্টে ভারতীয় অর্থনীতির চ্যালেঞ্জগুলির কথাও উল্লেখ করেছে। লাইসেন্স পেতে বিলম্ব, ব্যবসা শুরু করার অনুমতি প্রক্রিয়ায় বিলম্ব এবং প্রকল্প বিলম্বের মতো বাধাগুলির কারণে বিদেশী বিনিয়োগে বাধা দেখা দিতে পারে বলে রিপোর্টে সাবধান বাণী দেওয়া হয়েছে।