‘মোদি ট্রাম্পের বন্ধু, কথা বলুন অভিবাসীদের নিয়ে’, প্রধানমন্ত্রীর কাছে আবেদন বিতাড়িতদের

১০৪ জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
PTI10_18_2019_000147B_1571401506467

File Picture

নিজস্ব সংবাদদাতা: বুধবার পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ বিমানে করে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে এদেশে ফেরত পাঠানো হয়েছে। কেবলমাত্র ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ নয়, এটি ভারতের জন্যও একটি স্পষ্ট বার্তা যে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যেকোনও দেশের ক্ষেত্রেই। তা সে বন্ধু দেশ হোক কি শত্রু দেশ, সকলের জন্যেই ট্রাম্পের এই ব্যবস্থাপনা একই থাকবে।

আপাতত যা জানা যাচ্ছে, ১০৪ জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে। যার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের নাগরিকরা অন্তর্ভুক্ত। পাঞ্জাবের ৩০ জন বাসিন্দা, গুজরাট-হরিয়ানার ৩০ জন করে বাসিন্দা এবং মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের ২ জন করে রয়েছেন এই তালিকায়। 

এর মধ্যে সর্বকনিষ্ঠ অবৈধ অভিবাসীর বয়স মাত্র ৪ বছর। এছাড়াও রয়েছে ১২ জন নাবালক। অবৈধ অভিবাসীদের তালিকায় রয়েছেন ২৫ জন মহিলা। তাছাড়াও ৪৮ জনের বয়স রয়েছে ২৫ বছরের কম। 

usplane_amritsar-scaled.jpg

এঁদের বেশিরভাগই অবৈধভাবে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গিয়েছিলেন। সেই তাদেরকই মার্কিন মুলুক থেকে বিতাড়িত করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁদের অবস্থা এমনই বেহাল যে, পরিবারের কেউ তাদের নিতে পর্যন্ত আসেননি এদিন। প্রশাসন তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছে। বিশেষ বাস এবং বিমানের মাধ্যমে বিতাড়িতদের নিজ নিজ রাজ্যে পাঠানো হচ্ছে।