নিজস্ব সংবাদদাতা : ফেব্রুয়ারী মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা চলবে মার্চ মাসের ৯ তারিখ পর্যন্ত। আর এবার এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগদান করার জন্য ভারতীয় ক্রিকেট টিমের প্রথম ব্যাচ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হল। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সমস্ত ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। যদিও টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলি পাকিস্তানেই আয়োজিত হবে।