বিজ্ঞানীদের নিয়ে মাঝ সমুদ্রে জাহাজ, তৎপর উপকূলরক্ষী বাহিনী

মাঝ সমুদ্রে আটকে পড়া ভারত সরকারের একটি গবেষণা জাহাজ উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

author-image
Aniruddha Chakraborty
New Update
।ম,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ গোয়া এবং কর্ণাটকের কারওয়ার মাঝে সমুদ্রে প্রায় হারিয়ে যেতে বসেছিল ভারতের একটি রিসার্চ শিপ অর্থাৎ যে জাহাজে বিজ্ঞানীরা ছিলেন। যান্ত্রিক গোলযোগের জেরে ৩৬ জন যাত্রীকে নিয়ে মাঝ সমুদ্রে ঘুরপাক খাচ্ছিল জাহাজটি। জাহাজে ৮ জন বিজ্ঞানী ছিলেন। খবর পেতেই রিসার্চ শিপটিকে উদ্ধারের জন্য হাজির হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত ভারতের রিসার্চ শিপটিকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। রিসার্চ শিপের প্রত্যেক যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।