উপকূলে টহল দিচ্ছে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ,

ঘূর্ণিঝড় বিপর্যয়কে সামনে রেখে গুজরাটের উপকূলে টহল দিচ্ছে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ।

author-image
Poulami Samanta
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় বিপর্যয়কে প্রায় চলে এসেছে। শেষ মুহূর্তে  গুজরাটের উপকূলে টহল দিচ্ছে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ।

ইন্ডিয়া কোস্টগার্ড আসন্ন চরম তীব্র ঘূর্ণিঝড়ের সময় নিরাপত্তা ও সতর্কতার জন্য তাদের জাহাজ এবং বিমানগুলি কে প্রস্তুত করছে। তার মধ্যেই আমাদের সামনে এলো এই ভিডিওটি।  ঝড়ের  কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্র পরিস্থিতি আগামী তিন-চার দিনের মধ্যে বাতাসের গতিবেগ 135-145 কিলোমিটার প্রতি ঘণ্টায় 160 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারে। উপকূলবর্তী সব অঞ্চলে সতর্কতা জারি করে দেয়া হয়েছে।  দ্বারকা, সোমনাথ-এ দেখা যাচ্ছে প্রবল জলোচ্ছাস।