BREAKING: সন্দেহজনক গতিবিধি! ভারতে সন্ত্রাসের লক্ষ্য? জালে বাংলাদেশী ফিশিং ট্রলার

কি ঘটল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা:সামুদ্রিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযানে, ভারতীয় কোস্ট গার্ড (ICG) ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরার নিয়োজিত 78 জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আটক করেছে। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ, আইএমবিএল বরাবর টহলরত অবস্থায় ভারতীয় সামুদ্রিক অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেছে। ICG জাহাজটি অননুমোদিত মাছ ধরার কার্যকলাপে নিয়োজিত 2টি বাংলাদেশ ফিশিং ট্রলারকে আটক করেছে। জাহাজ দুটিকে "এফভি লায়লা-২" এবং "এফভি মেঘনা-৫" হিসেবে চিহ্নিত করা হয়েছে, উভয়ই বাংলাদেশে নথিভুক্ত যথাক্রমে ৪১ ও ৩৭ জন ক্রু সম্বলিত। এই তথ্য দিল ভারতীয় কোস্ট গার্ড।