নিজস্ব সংবাদদাতা: জলপথে জঙ্গি প্রবেশ রুখে দিল ভারতীয় নৌবাহিনী। বিরাট সাফল্য পেল ICGS অরিঞ্জয়। ১৩ জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
যা জানা যাচ্ছে, ICGS অরিঞ্জয় আরব সাগরে টহল দেওয়ার সময় গত ২১ নভেম্বর আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে ভারতীয় জলসীমার প্রায় ১৫ কিলোমিটার ভিতরে একটি পাকিস্তানি মাছ ধরার নৌকাকে প্রবেশ করতে দেখে। তা দেখে ইন্ডিয়ান কোস্ট গার্ড তাঁদেরকে ধাওয়া করলে, নৌকাটি পাকিস্তানের দিকে পালাতে শুরু করে। তবে পাকিস্তানি সীমান্ত ছোঁয়ার আগেই সেই নৌকাটিকে ধরে ফেলে ইন্ডিয়ান কোস্ট গার্ড।
ভারতীয় জলসীমা পেরনোর অভিযোগে ১৩ জনকে আটক করে ভারতীয় নৌবাহিনী। তারা ধরা পড়তেই জানায় মাছ ধরতে গিয়ে তারা সীমানা অতিক্রম করে। কিন্তু সন্ধান করতে গিয়ে দেখা যায়, মাছ ধরার মত কোনও প্রমাণ তাঁদের কাছে মেলেনি। তাই আপাতত ওই ১৩ জন সন্দেহভাজনকে ওখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় নৌবাহিনী।