আসুন আমরা প্রথমে মানুষ হই! মণিপুরের হিংসা নিয়ে সরব ইরম চানু শর্মিলা

মণিপুরের মেইতেই সম্প্রদায় আদিবাসী সংরক্ষণের দাবি জানিয়ে আসছে। হাই কোর্ট রাজ্য সরকারকে মেইতেইকে সংরক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু ৩ মে কুকি এবং নাগা উপজাতিরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।

author-image
SWETA MITRA
New Update
manipur chanu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের সহিংসতা (Manipur Violence) নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন ভারতের নাগরিক অধিকার কর্মী ইরম চানু শর্মিলা (Irom Chanu Sharmila)। তিনি আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানবিক হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে, 'আমি আবেদন করতে চাই যে আমরা সবাই মানুষ। এত ঘৃণার কী দরকার? মানুষ হিসাবে, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন নিজের বলতে আমাদের কিছুই থাকে না। যখন আমরা মারা যাই তখনও এই পৃথিবী থেকে আমরা কিছুই নিয়ে যেতে পারি না। আমরা একে অপরের উপর নির্ভর শীল যেহেতু আমরা সামাজিক প্রাণী, তাই আসুন আমরা প্রথমে মানুষ হই।‘