নিজস্ব সংবাদদাতা: আইন পাস হওয়ার চার বছর পর দেশ জুড়ে কার্যকর করা হল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার বিকেলে ওই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে নানা মহল থেকে। তবে তার মধ্যেইও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আবেদন করার জন্য কী কী লাগবে?
বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি লাগবে। নথিগুলি হল-
১. বৈধ বিদেশি পাসপোর্ট।
২. বাসস্থানের পারমিট।
৩. বাবা-মায়ের জন্ম শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট।
৪. ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, যা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় জমা করতে হবে।
৫. আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট।
৬. বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট।
৭. ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। (ভিনদেশ থেকে এলে)
৮. ভারতে ব্যবহৃত যে কোনও একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসেবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে, অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে।
৯. আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে।
indiancitizenshiponline.nic.in- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।