রাজ্যে ভয়াবহ ভূমিধ্বস! ত্রাণ তৎপরতা অব্যাহত ভারতীয় সেনাবাহিনীর- এই মুহূর্তের বড় খবর

উত্তর সিকিমে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে ভারতীয় সেনার ত্রিশক্তি বাহিনী।

author-image
Probha Rani Das
New Update
vbnbvq13.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর সিকিমে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে ভারতীয় সেনার ত্রিশক্তি বাহিনী। বিপুল সংখ্যক ভূমিধ্বসের কারণে, পর্যটকদের যেখানেই যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে পায়ে হেঁটে এবং যানবাহনে করে নিয়ে যাওয়া হচ্ছে।

vbnbvqg14.jpg

ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা সংযোগ পুনরুদ্ধারের জন্য জনশক্তি এবং স্টোর সরবরাহ করে বিআরওকে সহায়তা করছে। মেডিক্যাল টিম মেডিক্যাল এইড বুথ বসিয়েছে এবং অভাবী বাসিন্দা ও পর্যটকদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে। 

Add 1