জলের মধ্যে যোগ করলেন ভারতীয় সেনার জওয়ানরা

২০১৫ সালের ২১ জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। সেইসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ লক্ষ লক্ষ মানুষ এবং সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা জনসাধারণের যোগব্যায়াম করেছিলেন।

author-image
SWETA MITRA
New Update
army water.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ এবার জলের মধ্যে যোগ করে নজির গড়লেন ভারতীয় সেনার (Indian Army) জওয়ানরা। আজ বুধবার কেরালার তিরুবনন্তপুরমে নবম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে জলের মধ্যে যোগব্যায়াম করেন ভারতীয় সেনার সদস্যরা। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিবস পালনের কথা ঘোষণা করা হয়। এরপর ২১ জুন যুক্তরাষ্ট্র এটিকে জাতিসংঘের তালিকায় অন্তর্ভুক্ত করে। এখন একই দিনে, ২০২৩ সালের যোগ দিবসে অর্থাৎ ২১ জুন প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘ প্রাঙ্গণে যোগ দিবস উদযাপন করে বিশ্ব মানবতার কাছে একটি বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।