বড় খবরঃ রাজ্যে দুর্যোগ! ৩৩০ জনেরও বেশি লোককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনী ত্রিপুরায় 'অপ জাল রাহাত' কোড নামে ব্যাপক মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ অভিযানে ৩৩০ জনেরও বেশি বেসামরিক লোককে উদ্ধার করেছে।

author-image
Probha Rani Das
New Update
Indian army kj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় সেনাবাহিনী ত্রিপুরায় অপ জাল রাহাতকোড নামে ব্যাপক মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (এইচএডিআর) অভিযানে ৩৩০ জনেরও বেশি বেসামরিক লোককে উদ্ধার করেছে।

indian army 123

সদর দফতর ২১ সেক্টর আসাম রাইফেলস এবং আইজিএআর (পূর্ব) এর কমান্ডে পরিচালিত ১৮ আসাম রাইফেলসের দুটি কলাম রাজ্যের অমরপুরভামপুরবিশালগড় এবং রামনগরের বন্যা প্রভাবিত অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেচ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে জরুরি স্বাস্থ্য উদ্বেগ মোকাবেলায় সাতজন বেসামরিক নাগরিককে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।