নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। গত ৩ মে মণিপুরে একটি ছাত্র সংগঠন 'মাইতেই' সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) শ্রেণীতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এহেন ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, রাজ্যের বহু জায়গায় আগুন জ্বলছে। ভয়ে কাঁপছেন সাধারণ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নেমেছে ভারতীয় সেনা ও আসাম রাইফেলসের জওয়ানরা। ভারতীয় সেনার তরফে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, সারা রাত ধরে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। মণিপুরের বিভিন্ন স্থানের হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে। চুড়াচাঁদপুরের ৫০০০, ইম্ফলের ২০০০ ও মোরেহর ২০০০ মানুষকে এখনও অবধি উদ্ধার করা হয়েছে।