বিমানবন্দরে অভিনবত্ব আনছেন কেন্দ্রীয় মন্ত্রী, হবে ভাস্কর্য্যের প্রতীক

রাজ্যের স্থাপত্য-ভাস্কর্য্যের দিকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ayodhya airport.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সদ্য অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর নজর কেড়েছে বিশ্ববাসীর কাছে। এক টুকরো অযোধ্যা, সর্বপরি রাম মন্দির যেন ধরা পড়েছে সেখানে। এরকম ভাবেই বিভিন্ন রাজ্যের স্থাপত্য-ভাস্কর্য্যের দিকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “আমাদের বিমানবন্দরগুলিতে এখন সারা দেশে, আমরা এটিকে স্থাপত্যের একটি আধুনিক বাঁক দেওয়ার চেষ্টা করছি। তবে একই সাথে ভারতীয় শিল্পকেও তুলে ধরছি। উদাহরণস্বরূপ, অযোধ্যায় আমাদের বিমানবন্দরটি রাম মন্দিরের আকারে তৈরি করা হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে, ভগবান রামের পথ এবং তাঁর যাত্রা একাধিক শিল্পশৈলী জুড়ে প্রদর্শিত হয়েছে। একইভাবে তিরুচিরাপল্লীতে, রঙ্গনাথ স্বামী মন্দির সেখানে চিত্রিত করা হয়েছে। এর ফলে নবাগত শিল্পীরা নিজেদের শিল্পশৈলী প্রদর্শন করতে সক্ষম হবে। বিমানবন্দর গুলি তাঁদের জন্যে সুবিশাল কর্মক্ষেত্র খুলে দিয়েছে। আর এটাই আমাদের লক্ষ্য হওয়ার”।

 

স্ব

স

স