বিশ্বকাপঃ ফাইনালের আগে 'এয়ার শো' ভারতীয় বায়ুসেনার! চলছে প্রস্তুতি

রবিবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
n,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ১৯ নভেম্বর আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে 'এয়ার শো' করবে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দল। গুজরাতের ডিফেন্স পিআরও ঘোষণা করেন, মোতেরা এলাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ শুরুর আগে দশ মিনিট ধরে সূর্যকিরণ অ্যারোব্যাটিক টিম মানুষকে মন্ত্রমুগ্ধ করবে। ভারতীয় বিমানবাহিনীর সূর্যকিরণ অ্যারোবেটিক দলে সাধারণত নয়টি বিমান থাকে এবং এটি সারা দেশে অসংখ্য এয়ার শো প্রদর্শন করেছে। এর প্রদর্শনের বৈশিষ্ট্য হল বিজয় গঠনে লুপ কৌশল, ব্যারেল রোল কৌশল এবং আকাশে বিভিন্ন আকৃতির গঠন। আজ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক দল। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল অস্ট্রেলিয়া অষ্টমবার ফাইনাল খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে।

hire