আকাশপথে পুষ্পবৃষ্টি ভারতীয় বায়ুসেনার, দেখুন চোখ ধাঁধানো দৃশ্য

ভারতীয় বায়ুসেনার কর্তব্য ​​পথে প্যারেড। এয়ার ফোর্স ব্যান্ড, ৩ মিগ-২৯ এবং ভারতীয় বিমান বাহিনীর মার্চিং কন্টিনজেন্ট প্যারেড পরিচালনা করে। দেখুন ভিডিও...।

author-image
Jaita Chowdhury
New Update
Republic day 2023: প্রস্তুতি শুরু ভারতীয় বায়ুসেনার

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025) আজ। সরগরম রাজধানীর কর্তব্যপথ। এই মুহূর্তে শুরু হয়েছে কুচকাওয়াচ। আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার এমআই ১৭(MI-17) কপ্টারের। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।
এই মুহূর্তে চলছে, ভারতীয় বায়ুসেনার কর্তব্য ​​পথে প্যারেড। এয়ার ফোর্স ব্যান্ড, ৩ মিগ-২৯ এবং ভারতীয় বিমান বাহিনীর মার্চিং কন্টিনজেন্ট প্যারেড পরিচালনা করে। দেখুন ভিডিও...।