নিজস্ব সংবাদদাতা: ভারতের স্বনির্ভর কর্মসূচিতে পাশে দাঁড়াচ্ছে ফ্রান্স। এই কর্মসূচিতে অংশ নিয়ে ভারতকে আরও উন্নতমানের ফাইটার জেট এবং হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করতে সহযোগিতা করবে ফ্রান্স। সরকারের ঊর্ধ্বতন সূত্র মারফত জানা গিয়েছে, ভারত ও ফরাসি কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে আলোচনা আরও অনেকটাই এগিয়েছে।
দুটি দেশই উন্নত ধরণের, কিন্তু মাঝারি যুদ্ধ বিমান তৈরি করার জন্য কাল শুরু করেছে। এই বিমানের ইঞ্জিন তৈরির কাজ শেষ হলে, বিমানের কাঠামো নিয়েও চিন্তাভাবনা করবে ভারত।