ভারত, ২০৪৭, বড় বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ওড়িশার পুরীতে একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ আজ সকাল থেকেই ওড়িশার পুরীতে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রথমে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি, তারপর পুরীর ব্লু ফ্ল্যাগ সৈকতে প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকের ভাস্কর্য 'মেরি মাটি মেরা দেশ' থিমের উপর নির্মিত বালু শিল্প পরিদর্শন করেন। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি নেতা সম্বিত পাত্র ওড়িশার পুরীতে 'মেরি মাটি, মেরা দেশ' কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযান এবং 'পঞ্চ প্রাণ অঙ্গীকার'-এ অংশ নেন।

ওড়িশার পুরীতে 'মেরি মাটি, মেরা দেশ' কর্মসূচির আওতায় 'পঞ্চ প্রাণ অঙ্গীকার' অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, "ব্রিটিশদের দাসত্বের মানসিকতা থেকে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। তাহলেই ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে।"