আজ মহালয়ায় ভারত-পাক মহারণ! প্রিন্স-কিং নন ভারতের তুরুপের তাস কে?

বিশ্বকাপে আজকের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে আবেগ।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপে আজ ভারত-পাক মহারণ। হাইভোল্টেজ ম্যাচের কম্বিনেশন নিয়ে আলোচনাও তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও জয়। তবে দু-ম্যাচে ভিন্ন কম্বিনেশন ছিল। বিশ্বকাপ শুরুর আগেই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, ভেনু এবং পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন বেছে নেবেন। চেন্নাইয়ে অজিদের বিরুদ্ধে তিন স্পিনারের কম্বিনেশন ছিল। দিল্লিতে আফগানদের বিরুদ্ধে অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়। আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং লাইন আপ কেমন হতে পারে? তারই আভাস দিলেন অধিনায়ক রোহিত। 

আমেদাবাদের স্কোয়ার বাউন্ডারি বড়। স্পিনের বিরুদ্ধে পাক ব্যাটারদের মূল অস্ত্র সুইপ। মিস টাইম হলে যা থেকে লাভ তুলতে পারে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনারে কম্বিনেশন নিয়ে শুক্রবার ভারত অধিনায়ক রোহিত বলেন, "সত্যি বলতে, আমি এখনও জানি না। তবে প্রয়োজন পড়লে কম্বিনেশনে এক-দুটি পরিবর্তন হতেই পারে। আমরা সবরকম পরিস্থিতির জন্যই প্রস্তুত। দলের সকলকেও এই বার্তা দেওয়া রয়েছে। ওরাও ওয়াকিবহাল, যে কোনও ম্যাচে পরিস্থিতি অনুযায়ী বদল হতে পারে। এটা কোনও সমস্যা হবে বলে মনে হয় না। এখানে যদি তিন স্পিনার প্রয়োজন হয়, অবশ্যই খেলাব।"

একদিকে আমেদাবাদ স্টেডিয়ামের বড় স্কোয়ার বাউন্ডারি, অন্য দিকে অশ্বিনের অভিজ্ঞতা। পিচে বাউন্সও থাকবে। যেখানে অশ্বিনের সাফল্য পাওয়ার সম্ভাবনাও প্রবল। হাইভোল্টেজ ম্যাচে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিন স্পিনারের কম্বিনেশন হলে, হয়তো জায়গা ছাড়তে হবে শার্দূল ঠাকুরকেই। এছাড়া আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পারেন শুভমান গিল। 

hire