ইন্ডিয়া বনাম ভারতঃ নামের সুপারিশে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

স্কুলের পাঠ্যপুস্তকে ছাপা যাবে না ইন্ডিয়া। ব্যবহার করতে হবে ভারত। এনসিইআরটি প্যানেলের সুপারিশে এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত।

author-image
Adrita
New Update
w

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ স্কুলের পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া'-এর পরিবর্তে 'ভারত'। এনসিইআরটি প্যানেলের সুপারিশে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, " আমরা শৈশব থেকেই 'ভারত মাতা কি জয়, বন্দে মাতরম'-এর মতো স্লোগান শুনে আসছি৷ এটা আমাদের জন্য গর্বের বিষয়"৷

hiring.jpg

 

hiring 2.jpeg