অনলাইন গেমিং-এ আসতে চলেছে পরিবর্তন, ময়দানে নামছে মোদি

তাঁদেরকে একাধিক গেমিং-এর আইডিয়া দেন মোদি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pm-narendra-modi-meets-popular-indian-gamers-115557458-16x9-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের পর এবার মোদির যোগাযোগ অনলাইন গেমারদের সাথে। ভারতের টপ লেভেল গেমারসদের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই গ্রুপে ছিলেন অনিমেষ আগরওয়াল, নমন মাথুর এবং পায়েল ধরের মত শীর্ষ স্থানীয় ভারতীয় গেমাররা। সেখানে তাঁদেরকে একাধিক গেমিং-এর আইডিয়া দেন মোদি। ভবিষ্যতে এই ধরনের গেমিং তৈরি হলে, মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন গেমাররা মোদিকে জিজ্ঞেস করেন গেমিংয়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা থাকতে পারে কিনা? সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “নিয়ন্ত্রণ করা আদর্শ হবে না কারণ হস্তক্ষেপ করা সরকারের প্রকৃতি, এটি গেমিং-এর মৌলিক প্রকৃতি। একে আইনী কাঠামোর আওতায় আনার চেষ্টা করা এবং সুনাম অর্জন করা কারও পক্ষেই কঠিন হবে না। তবে তা করতে গেলে গেমিং-এর নিজস্ব সত্ত্বা হারিয়ে যাবে। তবে ২০৪৭ সালের মধ্যে মধ্যবিত্তদের অপ্রয়োজনীয় সরকারী হস্তক্ষেপের প্রয়োজন হবে না, আমরা কাগজপত্র, নথিপত্র এবং আইনি ব্যবস্থার চক্রে আটকে থাকব”।

modi gaming 1.png

modi gaming.png

Add 1