নিজস্ব সংবাদদাতা : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটি শক্তিশালী দল হিসেবেই খেলতে নেমেছে বলে মতামত দিলেন সৌরভ গাঙ্গুলী। ভারতের ব্যাটিং নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, ''ভারতের ব্যাটিং এতটাই শক্তিশালী যে, যে কেউ যেকোনও দিন অসাধারণ একটি ইনিংস খেলতে পারে।'' তিনি ঋষভ পন্ত ও কে এল রাহুল-এর প্রশংসা করে বলেন, ''রাহুলের ওডিআই পরিসংখ্যান অসাধারণ, যে কারণে গৌতম গম্ভীর ওকে দলে নিয়েছে।'' বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''শামি আর বুমরাহ একে অপরের পরিপূরক। তবে বুমরাহ না থাকলেও শামি বোলিং আক্রমণকে সঠিক নেতৃত্ব দেবেন।'' বাংলাদেশের বিরুদ্ধে শামি পাঁচ উইকেট লাভ করায় যথেষ্ট উচ্ছসিত সৌরভ।