নিজস্ব সংবাদদাতা: অসমের শ্রীভূমি জেলায় একটি মন্দির তৈরি হচ্ছিল। এই বিষয়ে বর্ডার গার্ড অফ বাংলাদেশের (বিজিবি) তরফে এই বিষয়ে জানতে চাওয়া হয়। আসমে শ্রীভূমি জেলায় সেই মন্দির তৈরির কাজ আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে, শ্রীভূমি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তবে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হয়েছে।
শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী জানিয়েছেন, শ্রীভূমির সীমান্তে যে মন্দির তৈরি হচ্ছিল, সেখানে একটা কালো প্লাস্টিক ঢাকা ছিল। কালো প্ল্যাসটিক ঢাকা নিয়ে কনফিউশন তৈরি হয়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মনসা মন্দিরের পুননির্মাণ হচ্ছিল। কর্মীরা একটা ছোট তাঁবু বানিয়েছিলেন। সেটা দেখতে পায় বিজিবি। সেটা নিয়েই বিজেবির তরফে জানতে চাওয়া হয়। সন্ধ্যায় ফ্ল্যাগ মিটিংয়ের পরে বিভ্রান্তি কেটে গিয়েছে।
শ্রীভূমি জেলায় অন্তত ৯৫ কিমি সীমান্ত এলাকা রয়েছে। ৪০ কিমি সীমান্ত নদী রয়েছে। বৃহস্পতিবার বিকালে বিজিবির একটা টিম নদী পেরিয়ে চলে আসে এপারে। যেখানে মন্দির হচ্ছিল, সেখানে আসে। বিএসএফকে একটা চিঠি দেয়। তারপর সেই মন্দির নির্মাণের কাজ বন্ধ করতে বলা হয়।