নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ শুরু না হলেও ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক যে আর বন্ধুত্বের নেই তার বলার অপেক্ষা রাখেনা। ভারতকে ক্রমাগত অপমান করে চলেছে বাংলাদেশ। ভারতের পতাকা পদদলিত করণ থেকে শুরু করে ভারতীয় সামগ্রী বর্জনের মতন ঘটনা ঘটেছে। এর মাঝেই এবার বাংলাদেশে আটক হওয়ার ট্রেন ফিরলো ভারতের ঘরে।
অস্থিরতার মাঝেই মিললো স্বস্তির নিঃশ্বাস। ৫ মাস বাংলাদেশের আটকে থাকার পর ঘরে ফিরল মিতালী এক্সপ্রেস। ১৭ই জুলাই শেষবারের মতন বাংলাদেশের যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে গিয়েছিল এই মিতালী এক্সপ্রেস।
দুই দেশের বন্ধনকে সুদৃঢ় করতে শুরু হয়েছিল এই মিতালী এক্সপ্রেসের যাত্রা। কিন্তু সেখানে গিয়ে লালমনিরহাট থেকে ঢাকা পৌঁছে আর ফেরত আসেনি ট্রেন। ক্রমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের অবনতি হয়। একসময় দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। হঠাৎই ভারতীয় রেলের সম্পদ এই মিতালী এক্সপ্রেসকে আটকে রাখার খবর আসে।
সোমবার ঢাকায় দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ বৈঠক সংঘটিত হয়। তারপরেই এই ট্রেন মঙ্গলবার ফেরত দিল বাংলাদেশ। যে পথে গিয়েছিল সেই পথেই এলো ট্রেন। দেশের ট্রেন দেশে ফিরে আসায় স্বাভাবিকভাবেই খুশি দেশের মানুষেরা। ভারতের সম্পদ এই ট্রেন সেখানে পড়েছিল অগোছালো হয়ে। নেওয়া হয়নি কোচের যত্ন। অবশেষে ভারতের এই সম্পদ দেশে ফেরায় স্বাভাবিকভাবেই আতঙ্ক মুক্ত ভারতবাসী।