নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে চীন-ভারতের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছে। গত এপ্রিলে অরুণাচল প্রদেশের ভূখণ্ডের ৩০টি জায়গার নাম বদলে চীনা নাম রাখা হয়েছে। এবার সেই জোর জবরদস্তির জবাব দিল ভারত।
/anm-bengali/media/post_attachments/8635bd8f1131540500069e566a1aa2e05d76a185029b42276c35d4770a82bac6.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, চীন অধিকৃত তিব্বতের ৩০টি জায়গার নতুন করে নামকরণ করা হবে। আরও জানা গিয়েছে যে, স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার জন্যই নাম পরিবর্তন করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/a9c4c90f73ddfd4735158bcd498924eea01aff8e32fe39972d917f71fdabbe0f.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)