অরুণাচলের জবাব দিল ভারত তিব্বতে

৩০টি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেইজিং।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে চীন-ভারতের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছে। গত এপ্রিলে রুণাচল প্রদেশের ভূখণ্ডের ৩০টি জায়গার নাম বদলে চীনা নাম রাখা হয়েছে। এবার সেই জোর জবরদস্তির জবাব দিল ভারত। 

Never acknowledged existence of Arunachal Pradesh: China on PLA intrusion |  Mint)

সূত্র মারফত জানা গিয়েছে যে, চীন অধিকৃত তিব্বতের ৩০টি জায়গার নতুন করে নামকরণ করা হবে। আরও জানা গিয়েছে যে, স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার জন্যই নাম পরিবর্তন করা হয়েছে। 

India-China border: India, China should ink new boundary pact in Sikkim  sector: Chinese scholars

 

Add 1