India Post-এর উদ্যোগে বিশেষ প্রতিযোগিতা, জিতলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

এবার বড়সড় উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। তাদের উদ্যোগে শুরু হতে চলেছে একটি বিশেষ প্রচার অভিযান। ইন্ডিয়া পোস্ট আগামী ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর অবধি একটি জাতীয় স্তরের 'ধল আখার লেটার রাইটিং ক্যাম্পেইন' আয়োজন করছে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
_111769354_gettyimages-166768copy_1280x960.jpg

নিজস্ব প্রতিনিধি: বড় উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ (India Post)। জানা গিয়েছে, ইন্ডিয়া পোস্ট আগামী ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর অবধি একটি জাতীয় স্তরের 'ধল আখার লেটার রাইটিং ক্যাম্পেইন' আয়োজন করছে। 

 

প্রতিযোগিতাটি নিম্নলিখিত বিভাগে অনুষ্ঠিত হবে: 

 

১. ১৮ বছর পর্যন্ত:- 

ক. অভ্যন্তরীণ লেটার কার্ড বিভাগ ।

খ. খাম বিভাগ।

 

২. ১৮ বছরের বেশি বয়সী: 

ক. অভ্যন্তরীণ লেটার কার্ড বিভাগ ।

খ. খাম বিভাগ ।

 

একটি A4 সাইজ পেপারে ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে চিঠি লিখতে হবে। ইন্ডিয়া পোস্টের তরফে সরাসরি বলেই দেওয়া হয়েছে যে শুধুমাত্র হাতে লেখা চিঠিই গ্রহণ করা হবে। চিফ পোস্ট মাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেল, কলকাতা-৭০০০১২, ঠিকানায় স্ট্যাম্প যুক্ত খাম এবং আইএলসি-র পার্শ্ববর্তী পোস্ট অফিসে নির্ধারিত লেটার বক্সে চিঠি পাঠাতে হবে। বিজয়ীরা আকর্ষণীয় নগদ পুরস্কার পাবেন।