নিজস্ব সংবাদদাতাঃ ১৩ ডিসেম্বর সংসদের নিরাপত্তা ভঙ্গের বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে এখন সাংসদদের সাসপেনশনের পর বিরোধী দলগুলোর জোট পুরো শীতকালীন অধিবেশন বয়কটের কথা বিবেচনা করতে পারে।
সূত্রে খবর, ভারতীয় জোটের (বিরোধী দল) দলগুলো সংসদের শীতকালীন অধিবেশন পুরোপুরি বয়কট করতে পারে।সংসদের উভয় কক্ষ, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সাসপেন্ড করার পর বিরোধী দলগুলো সংসদের শীতকালীন অধিবেশন পুরোপুরি বয়কট করতে পারে।
সূত্রে খবর, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অর্থাৎ আজ রাজ্যসভায় বিরোধী দলনেতার কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।