নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সন্ধ্যায় নির্বিঘ্নে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ইসরো-র চন্দ্রযান-৩। এবার চাঁদের মাটি ছুঁয়ে ফেললেই আমেরিকা, রাশিয়া, চীনের এলিট লিস্টে ঢুকে পড়বে ভারত। কারণ, এর আগে চাঁদের মাটি ছুঁয়েছে আমেরিকা, রাশিয়া, চিন। চন্দ্রযান-৩ যদি ঠিকঠাক চাঁদের মাটি স্পর্শ করতে পারে তাহলে ভারত হবে চতুর্থ দেশ। চাঁদের মাটি স্পর্শ করার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হতে চললেও দক্ষিণ মেরুতে পৌঁছানোর ক্ষেত্রে প্রথম হওয়ার সুযোগ পেতে চলেছে ভারত। কেননা কোনও দেশের যান এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি। ২০০২ সালে ভারতের চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুতে নামার চেষ্টা করেছিল। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে সমস্ত স্বপ্ন ভেঙে পড়ে। চাঁদের মাটিতে আছড়ে পড়ে সেটি। তবে আবার স্বপ্ন পূরণের সুযোগ এসেছে। এবার কী হয়, সেই অপেক্ষায় ইসরো থেকে দেশবাসী।