নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি আমাদের দেশের নাম ইন্ডিয়া থেকে 'ভারত' করতে চায় কেন্দ্র সরকার। এই নিয়ে তুমুল রাজনীতি হয়েছে। তবে, সরকারী ইংরেজি নাম ইন্ডিয়া থেকে ভারতে পরিবর্তন করা হয়নি এখনও। গুগল ম্যাপ এবার নতুন নামটি গ্রহণ করেছে। আসলে, এর কারণ হল আপনি যদি গুগল ম্যাপের সার্চ বক্সে ইন্ডিয়া টাইপ করেন, তাহলে আপনি একটি তেরঙ্গা পতাকা দেখতে পাবেন যার উপরে 'A country in South Asia' নাম লেখা রয়েছে। গুগল ম্যাপের ভাষা হিন্দি না ইংরেজি যাই হোক না কেন Google শুধুমাত্র 'ভারত' দেখাবে।