প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন মনিপুরের নাগরিকরা। কারণ প্রায়শই মায়ানমার থেকে অবৈধ শরণার্থী সীমান্ত অতিক্রম করে ভারতের মনিপুরে প্রবেশ করেন। যার জন্য মনিপুরের নাগরিকদের নানা অসুবিধার মধ্যে পড়তে হয়।