নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার গ্রিসের এথেন্স কনজারভেটোয়ারে আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'চাঁদে তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে ভারত একটি নতুন মাইলফলক অর্জন করেছে এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হয়ে উঠেছে।'
তিনি আরও বলেন, "চাঁদে তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে আমরা বিশ্বকে ভারতের সক্ষমতা সম্পর্কে সচেতন করেছি। সারা বিশ্ব থেকে অভিনন্দন বার্তা আসছে। সোশ্যাল মিডিয়া অভিনন্দন বার্তায় পূর্ণ। যখন অর্জন এত বড় হয়, তখন তার উদযাপনও অব্যাহত থাকে। আপনাদের মুখ বলছে যে আপনারা বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভারত আপনাদের হৃদয়ে স্পন্দন করে। চন্দ্রযান-৩-এর দুর্দান্ত সাফল্যের জন্য আমি সকলকে আরও একবার অভিনন্দন জানাই।"