নিজস্ব সংবাদদাতাঃ ইসরোর চন্দ্রাভিযানের পর এবার শুরু হতে চলেছে সূর্য অভিযান। জানা গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর সূর্য মিশন চালু করতে চলেছে ইসরো। এটি সূর্য অধ্যয়নের জন্য প্রথম ভারতীয় মিশন হবে। এই বিষয়ে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার বলেন, "শ্রীহরিকোটা থেকে ২ সেপ্টেম্বর আদিত্য-এল১ উৎক্ষেপণের কথা জেনে আমি আনন্দিত। চন্দ্রযান মিশনের পর এটি একটি যৌক্তিক পদক্ষেপ, সূর্য এবং সৌরপৃষ্ঠে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে আরও অধ্যয়ন করা আদিত্য মিশনের জন্য নির্ধারিত লক্ষ্য। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে যন্ত্রের একটি সেট স্থাপন করা হবে এবং এটি ক্রমাগত সৌরপৃষ্ঠ পর্যবেক্ষণ করবে।"